ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে বেশি দামে কাঁচামরিচ বিক্রি করায় জরিমানা

উপজেলা প্রতিনিধি | দিনাজপুর (হিলি) | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০২ জুলাই ২০২৩

দিনাজপুরের হিলিতে বেশি দামে কাঁচামরিচ বিক্রি, ক্রয় রসিদ ও মূল্য তালিকা না থাকায় পাঁচ দোকানিকে চার হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ জুলাই) বিকেল ৪টার দিকে হিলি কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন মীম।

তিনি বলেন, কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণে রাখতে হিলি বাজারে অভিযান চালানো হয়েছে। এসময় কাঁচামরিচ বেশি দামে বিক্রি ও ক্রয় রসিদ না থাকায় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়েছে। অন্য দোকানিদের সর্তক করা হয়েছে।

jagonews24

খোঁজ নিয়ে জানা গেছে, হিলিতে ঈদের আগে প্রতিকেজি কাঁচামরিচ ৩০০ টাকা দরে বিক্রি হলেও গত দুদিন প্রকারভেদে ৪৫০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের খবরে ৩০০ টাকায় বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

রফিক হোসেন নামের একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা আজ সকালে হিলির আড়ত থেকে ৪৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। ম্যাজিস্ট্রেট এসে বেশি দামে বিক্রি করতে নিষেধ করেছেন। এখন লোকসান দিয়ে বেচতে হবে।’

মাহাবুর রহমান/এসআর/জিকেএস