বাগেরহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে রাজমিস্ত্রিকে হত্যা
বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (২ জুলাই) রাতে উপজেলার মাঠরাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্বাস শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আনোয়ার মোল্লা মাঠরাড়িপাড়া এলাকার মৃত সোহরাব মোল্লার ছেলে। আটক আব্বাস শেখ কচুয়া উপজেলার চান্দেরখোলা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত আব্বাস শেখকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান