ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘ঘুরে দাঁড়াবে বাগেরহাটের পর্যটনশিল্প, বাড়বে কর্মসংস্থান’

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৩ জুলাই ২০২৩

বাগেরহাট মুনিগঞ্জ সেতুর ঢালে সেতুর দুই পারের কয়েক কিলোমিটার জুড়ে কৃষ্ণচূড়া গাছ লাগালে এলাকাটি এক সময়ে পর্যটন এলাকায় রুপ নেবে, বাড়বে কর্মসংস্থান। এছাড়াও বজ্রপাত রোধে জেলার ৯ উপজেলায় এক লাখ তালের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে বাগেরহাট মুনিগঞ্জ সেতুর ঢালে দৃষ্টি নন্দন কয়েকটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

বাগেরহাটে পর্যটন শিল্পের বিকাশে ও রক্ষণাবেক্ষণে ১০ হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হবে।

কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও সদর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেএস/এএসএম