ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তেলবাহী জাহাজ বিস্ফোরণ

সুগন্ধায় নিখোঁজ বাকি ৩ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৩ জুলাই ২০২৩

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজ বিস্ফােরণে অগিকাণ্ডের ঘটনায় নিখােঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) পৃথক সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখােঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হলাে।

আজ যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল (৫৫), মাস্টার রুহুল আমিন (৪৭) ও চালক সরওয়ার হাসান আকরাম (৪৫)। এর আগ রোববার (২ জুলাই) উদ্ধার করা হয়ছিল গ্রিজার আব্দুস ছালাম হৃদয়ের (২৭) মরদেহ।

এদিক সাগর নন্দিনী-২ থেকে সাত লাখ লিটার পেট্রােল পদ্মা অয়েল কােম্পানিতে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বিস্ফোরণে নদীতে ডুবে যাওয়া জাহাজটির পেছনের অংশ উদ্ধারে সােমবার সকালে কাজ শুরু করা হয়। বেলা ১১টার দিকে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলাল, দুপুর সাড়ে ১২টার দিকে মাস্টার রুহুল আমিন এবং বিকেল সাড়ে ৪টার দিকে জাহাজের চালক সরওয়ার হাসান আকরামের মরদেহ উদ্ধার করা হয়। এরআগে রোবাবর দুপুর ২টার দিকে জাহাজের পেছনের ইঞ্জিন রুমের ভেতর থেকে গ্রিজার আব্দুস ছালাম হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়ছিল।

শনিবার (১ জুলাই) দুপুরে সাগর নন্দিনী-২ তেলবাহী জাহাজ বিস্ফােরণে মাস্টার ব্রিজ ও স্টাফ কেবিনসহ পেছনের ইঞ্জিন রুমের উপরিভাগ নদীতে ডুবে যায়। এ ঘটনায় চারজন নিখােঁজ ছিলেন। নিখােঁজদের সন্ধানে রোববার থেকে বিআইডব্লিউটিএর ডুবুরিদল উদ্ধার কার্যক্রম শুরু করে। সন্ধ্যায় উদ্ধারকারী বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’ নদীতে পৌঁছায়।

বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক ও উদ্ধারকারী জাহাজ নির্ভীকের কমান্ডার মাে. সেলিম বলেন, ডুবন্ত অংশটি ওপরে না ওঠানো পর্যন্ত আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।

ওসি নাসির উদ্দিন জানান, নিহতদের স্বজনদের অভিযােগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউই অভিযােগ করেননি।

আতিকুর রহমান/এসআর/এএসএম