ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষক জাহাঙ্গীরের ফসল হলেই নষ্ট করে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৪ জুলাই ২০২৩

অন্যের জমি বর্গা নিয়ে লাগানো ৩০ শতাংশ জমির আখ রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কয়েক বছর ধরেই এমন শত্রুতা চলছে ওই কৃষকের সঙ্গে।

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের মশা মহল্লার নুর হোসেন ফকিরের ছেলে দরিদ্র কৃষক জাহাঙ্গীর ফকিরের সঙ্গে এমন ঘটনায় স্তব্ধ গোটা পরিবার।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর ফকির বলেন, আমি অন্যের জমি লিজ নিয়ে প্রতিবছর পাট-পেঁয়াজ, ধান ও আখ আবাদ করে সংসার চালাই। কিন্তু প্রতি বছরই আমার ক্ষেতের বিভিন্ন ফসল ও আখ কেটে ফেলে একটি চক্র। এবার আখ লাগিয়েছিলাম। দেড় হাজারের মতো আখ হয়েছিল। রোববার (২ জুলাই) সকালে ক্ষেতে গিয়ে দেখি সবগুলো আখ কাটা।

জাহাঙ্গীর ফকির বলেন, কে বা কারা রাতের আঁধারে আমার এতবড় ক্ষতি করছে তা ধরতে পারছি না। পাহারা দিয়েও ধরতে পারছি না। কারও সঙ্গে আমার কোনো ধরনের বিরোধ নেই। তারপরও কেন আমার ক্ষতি করা হচ্ছে বুঝতে পারছি না। যারা আমার ক্ষতি করছে তাদের বিচার আল্লাহ্ করবে।

এ ব্যাপারে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, কৃষক জাহাঙ্গীর ফকিরের ফসলের ক্ষতি প্রতি বছরই করছে দুর্বৃত্তরা। কে বা কারা তার ফসলের ক্ষতি করছে তা বুঝতেই পারছি না। গ্রামের সবাইকে নিয়ে এক জায়গায় বসে কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেবো আমরা।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এফএ/এএসএম