ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ৭ পরিবহনকে জরিমানা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৫ জুলাই ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় ও হালনাগাদ নবায়ন না থাকায় সাত পরিবহনকে ৩৯ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী পৌর বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।

পরিবহনগুলো হলো- হিমাচল, ইকেনো, উপকূল, সানি-জনি, মিয়ামী, লাল সবুজ, ও একুশে পরিবহন। তাদেরকে সাতটি মামলা দিয়ে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

jagonews24

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র অভিযানের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস ও আহসান হাফিজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাস বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের পর অভিযান চালানো হয়। জনগণের ভোগান্তি কমাতে কাজ করছে জেলা প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

jagonews24

অভিযানের সময় প্রসিকিউটর হিসেবে বিআরটিএ’র সহকারী মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম ও নিরাপত্তায় একদল ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এএএইচ