ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, সকালে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৭ জুলাই ২০২৩

যশোর সদর উপজেলার আড়পাড়া বাওড় পাড় থেকে আব্দুর রহিম (৪৮) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।

নিহত আব্দুর রহিম পার্শ্ববর্তী ছোট বালিয়াডাঙ্গা গ্রামের মৃত বারেক লস্করের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আব্দুর রহিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি প্রতিবেশী আব্দুল হাই ও ইসরাফিলকে সঙ্গে নিয়ে কয়েতখালী বিলে মাছ ধরতে যান। এ সময় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তিনজন তিন দিকে দৌড় দেন। আব্দুল হাই ও ইসরাফিল নিজ বাড়িতে ফিরলেও আব্দুর রহিম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার বেলা ১১টার দিকে আড়পাড়া বাওড় পাড়ে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানান, দুর্বৃত্তদের ধাওয়ার পর আব্দুর রহিমের মরদেহ পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড না অন্য কিছু তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

এফএ/এএসএম