ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কঠোর নির্দেশনা রয়েছে : নেওয়াজ

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৫ মার্চ ২০১৬

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন এই পদ্ধতি নির্বাচন কমিশনে প্রথম সংযোজন হয়েছে। এটি সংসদ থেকে পাশ হয়েছে। আমরা তা মেনে নিয়েছি। আইনেও তা রয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন হলে কেউ জিতে যাবে এটি ভাবার কোনো কারণ নেই। আইন শৃঙ্খলাবাহিনী খেয়াল রাখবে আমাদের কঠোর নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন পূর্বে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের কঠোর নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে কেউ যদি জোর খাটাতে চায়, কিংবা গোলযোগ সৃষ্টি করে, তাহলে নির্বাচন কমিশন থেকে নিয়োগ দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহণ করবেন। কেউ আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। আমরা কোনো অনিয়ম হতে দিব না। সবার ভোট সবাই দিবে। এ ক্ষেত্রে কেউ বাধা প্রদান করলে, তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্সের নির্দেশ দিয়েছি।
 
নির্বাচন কমিশন আরো বলেন, কেউ যদি এসব কাজে ব্যর্থতার পরিচয় দেয়। তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করবো। নির্বাচনে যারা আচরণবিধি লঙ্ঘন করবে, সে আইনশৃঙ্খলা বাহিনীর লোকই হউক, কিংবা আমাদের লোক হোক তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন। সাধারণ মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুজিত রায় নন্দী। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খান।

ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি