ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:১৯ এএম, ১০ জুলাই ২০২৩

জয়পুরহাটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ড প্রাপ্ত আসামি আব্দুস সামাদকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৯ জুলাই) দুপর দেড়টার দিকে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

আব্দুস সামাদ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তেজাপাড়া গ্রামের মৃত মৃত কাইয়ুম উদ্দিন ছেলে।

আরও পড়ুন: ঘটনাস্থলে এক বন্ধু, হাসপাতালে নেওয়ার পথে আরেক বন্ধুর মৃত্যু

র‌্যাব জানায়, মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সামাদ জয়পুরহাট রেলস্টেশন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।

তাকে বদলগাছী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

জেএস/এমএস