ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুজিবনগরের ৪ ইউপিতে প্রতীক পেলেন যারা

প্রকাশিত: ০২:৪৭ এএম, ১৬ মার্চ ২০১৬

২য় ধাপে ইউনিয়ন নির্বাচনের লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে সকল প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচনে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ-বিএনপির ৬ জন বিদ্রোহী প্রার্থীসহ ১৯ জন চেয়ারম্যান প্রাার্থী, ৪২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী এবং ১২৫ জন সাধারণ সদস্যের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে নিজ নিজ প্রতীক পেয়ে নির্বাচনী পোস্টার তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা।

মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দরিয়াপুর ইউনিয়নে আ.লীগ প্রার্থী অ্যাড. কলিম উদ্দিন (নৌকা), বিএনপি প্রার্থী আনছারুল ইসলাম কাঠু (ধানের শীষ), জামায়াতের (স্বতন্ত্র) প্রার্থী আওলাদ হোসেন (চশমা), আ.লীগের বিদ্রোহী প্রার্থী তৌফিকুল বারী বকুল (অটোরিকশা), বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুল হক (মোটরসাইকেল), জাতীয় পার্টির প্রার্থী মওলাদ হোসেন (বাইসাইকেল), স্বতন্ত্র প্রার্থী হাসেম আলী (আনারস)।

মোনাখালী ইউনিয়নের আ.লীগ প্রার্থী রফিকুল ইসলাম রফা গাইন (নৌকা), বিএনপি প্রার্থী আজিম উদ্দিন গাজী (ধানের শীষ), আ.লীগ বিদ্রোহী শফিকুল ইসলাম মোল্লা (আনারস), মফিজুর রহমান (ঘোড়া) এবং জামায়াত (স্বতন্ত্র) প্রার্থী খান জাহান আলী (চশমা)।

মহাজনপুর ইউনিয়নের আ.লীগ প্রার্থী আমান হোসেন মিলু (নৌকা), বিএনপি প্রার্থী আহসান হাবিব সোনা (ধানের শীষ), আ.লীগ বিদ্রোহী প্রার্থী শেখ মিসকিন (আনারস) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী তোফাজ্জেল হোসেন (মোটরসাইকেল)।

বাগোয়ান ই্উনিয়নে আ.লীগ প্রার্থী আয়ুব হোসেন (নৌকা), বিএনপি প্রার্থী মাঞ্জারুল ইসলাম (ধানের শীষ), জামায়াত (স্বতন্ত্র) প্রার্থী সেলিম খান (চশমা)।

মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল হাদি জানান, ইতোমধ্যে ৪ ইউনিয়নের ১৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৪২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী এবং ১২৫ জন সাধারণ সদস্যের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আতিকুর রহমান টিটু/এসএস/পিআর