নারায়ণগঞ্জে ডোবায় পড়ে প্রাণ গেলো মাদরাসাছাত্রীর
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে শ্রাবন্তী (১২) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ব্রাহ্মন্দি গ্রামে এ ঘটনা ঘটে। শ্রাবন্তী ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পাশে শ্রাবন্তী ও তার এক বান্ধবী খেলা করতে যায়। এক পর্যায়ে শ্রাবন্তী ডোবার পানিতে পড়ে যায়। বান্ধবী বিষয়টি পরিবারকে জানালে তারা ঘটনাস্থলে এসে শিশুকে পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জাগো নিউজকে বলেন, পানিতে ডুবে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে