ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যাচ্ছিলেন সমাবেশে, পুলিশে মুচলেকা দিয়ে ফিরে গেলেন ২৯ নেতাকর্মী

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১২ জুলাই ২০২৩

রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে একটি বাসসহ বিএনপির ২৯ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তারা পুলিশের কাছে মুচলেকা দিয়ে যে যার মতো বাড়ি ফিরে গেছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে আটক করে দুপুর ২টার দিকে ছেড়ে দেওয়া হয়।

jagonews24

আটক ২৯ জনের মধ্যে ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি সিদ্দিকুর রহমান উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান, সাবেক যুবদল নেতা সাজিদুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়েস বলেন, তাদের নাম-পরিচয় ও কী কারণে কোথায় যাচ্ছিল এসব বিষয়ে জানা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আনা হয়েছিল।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। ২৯ জনকে জিজ্ঞাসাবাদের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জিকেএস