মাদারীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে ভর্তি চারজন
মাদারীপুর সদরসহ পাঁচটি উপজেলায় দিনদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। আর জেলায় এখন মোট হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদরসহ পাঁচটি উপজেলায় প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তাই মাদারীপুর সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী ঢাকা থেকে আসা। আক্রান্তের মধ্যে অনেকেই ঢাকায় চাকরি করেন। আবার অনেকেই বেড়াতে বা কোনো কাজে গিয়ে আক্রান্ত হয়েছেন।
এদিকে, মাদারীপুর পৌরসভার পক্ষ থেকে বুধবার দিনব্যাপী শহরে ডেঙ্গু সম্পর্কে নানা সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। বিশেষ করে বাসাবাড়িতে যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। ডেঙ্গুর বিস্তাররোধে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে বলেও মাইকিং করে জানানো হয়েছে।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবছর এখন পর্যন্ত মাদারীপুর সদরসহ পাঁচ উপজেলায় ১২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১৩ জন। এছাড়া ভর্তি আছেন ১৬ জন। তবে রাজৈর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি।
মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি এক রোগী বলেন, আমি ঢাকার একটি কোম্পানিতে চাকরি করি। হঠাৎ করে জ্বর হলে ছুটি নিয়ে মাদারীপুরে নিজ পরিবারের কাছে এসেছি। গত কয়েকদিনেও জ্বর ভালো না হওয়ায় পরীক্ষা করে জানতে পারি ডেঙ্গু হয়েছে। তাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।
মাদারীপুর সিভিল সার্জন অফিসের ডাটাএন্ট্রি অপারেটর মো. সজিব হোসেন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। আর এখন মোট রোগী ভর্তি আছেন ১৬ জন।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান বলেন, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে কারও ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ভয় না পেয়ে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। তাছাড়া বাড়িতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে সেদিনে সবার খেয়াল রাখতে হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জিকেএস