পাকিস্তানি বাহিনীর চেয়েও বিএনপির নির্যাতন ভয়ংকর: কৃষিমন্ত্রী
পাকিস্তানি বাহিনীর চেয়েও বিএনপির আমলে মানুষের ওপর ভয়ংকর নির্যাতন করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানিযোগ্য আম উৎপাদন, বিপণন ও রপ্তানিবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি ২০১৪ সালে গাড়িতে আগুন দিয়েছে। হরতাল করেছে। অবরোধ করেছে। আর ২০১৫ সালে তিন শতাধিকের বেশি মানুষকে পুড়িয়ে মেরেছে। সেই কাহিনী যদি আপনাদের বলতে যাই। আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চেয়েও বিএনপির নির্যাতন ভয়ঙ্কর।
তিনি বলেন, এখন তারা বলছে নিরপেক্ষ নির্বাচনের কথা। ২০০৮ সালের নির্বাচন হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, ও নিরপেক্ষ নির্বাচন। সেটাও তারা মানে নাই। সেদিন থেকেই আন্দোলন শুরু করেছে। এসব করে লাভ হবে না। শেখ হাসিনা ক্ষমতায় থেকেই দেশে নিরপেক্ষ নির্বাচন হবে।

ড. রাজ্জাক বলেন, দেশে উন্নয়নের কারণে জনগণ শেখ হাসিনার সঙ্গে রয়েছে। আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। আমাদের লক্ষ্য হলো দুইটা। বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করব। শান্তির বাংলাদেশ গড়বো। সেই লক্ষ্যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা রাজনৈতিকভাবে। আর প্রশাসন তাদের অবস্থান থেকে বিএনপিকে মোকাবিলা করবে।
কৃষিমন্ত্রী বলেন, এই আন্দোলনের সমাবেশ প্রতিদিনই করেন। তবে তাদের পায়ের নিচে মাটি নেই। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে আমরা বলছি যে তাদের নিজেদের কবর নিজেরাই খুঁড়েছে। এখন তারা কবরের মধ্যে আছে। কবর থেকে উঠতে পারছে না। যত সমাবেশই করুক এই কবর থেকে উঠতে পারবে না তারা।
সোহান মাহমুদ/এমআরআর/এএসএম