ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৬ মার্চ ২০১৬

কুমিল্লার চান্দিনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে কুমিল্লার একটি আদালত। বুধবার দুপুরে এ আদেশ প্রদান করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর নাহার বেগম।

নিহত রোকেয়া বেগম (১৯) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানী গ্রামের প্রবাসী মো. সোলেমানের মেয়ে।

কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন জানান, ২০০০ সালের ২৮ জুন জেলার চান্দিনা উপজেলার চাঁনসার গ্রামে গৃহবধূ রোকেয়া বেগমকে যৌতুকের দাবিতে গলা কেটে হত্যার পর লাশ গুম করে স্বামী ছাদেক মিয়া পালিয়ে যায়। একই বছরের ৪ জুলাই চাঁনসার প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের খালে বস্তার ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ৫ জুলাই নিহতের মামা চান্দিনা উপজেলার জোয়াগ গ্রামের মো. সাহাদ উল্লাহ বাদী হয়ে নিহতের স্বামী মো. ছাদেক মিয়াকে প্রধান আসামি করে  চান্দিনা থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় রাষ্ট্রপক্ষে ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পলাতক আসামি মো. ছাদেক মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন আদালত। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক ছাদেক মিয়া।

কামাল উদ্দিন/এসএস/আরআইপি