ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কথা রাখলেন প্যানেল মেয়র, সেই ড্রেনের খনন কাজ শুরু

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৫ জুলাই ২০২৩

নদীর ড্রেজিং করা বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার শিকার এলাকাবাসী দুর্ভোগ থেকে রক্ষা পেতে যাচ্ছে। শনিবার (১৫ জুলাই) সকালে দিনাজপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় বালু দিয়ে বন্ধ হয়ে যাওয়া কাঁচা ড্রেনটি খনন কাজ শুরু হয়েছে।

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল সকালে ড্রেনটি পুনর্খননের কাজ উদ্বোধন করেন। প্রথম দিনে একটি স্কেভেটর মেশিন ছাড়াও দিনাজপুর পৌরসভার ১২ জন লেবার ড্রেন খনন কাজে অংশগ্রহণ করেন।

ড্রেন খননের কাজ শুরু হওয়ায় বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, ড্রেনেজ ব্যবস্থা চালু এই এলাকার মানুষের যৌক্তিক চাওয়া ছিল। তাদের চাওয়ার সঙ্গে আমি একমত পোষণ করে কথা দিয়েছিলাম ২৪ ঘণ্টার মধ্যে ড্রেন খনন কাজ শুরু করবো। তাই আজ সকালেই স্কেভেটর মেশিন ছাড়াও দিনাজপুর পৌরসভার ১২ জন লেবার নিয়ে এসে ড্রেন খননের কাজ শুরু করেছি। খুব শিগগিরই এখানে স্থায়ীভাবে পাকা ড্রেন নির্মাণ করা হবে।

ভুক্তভোগী আয়শা খাতুন চম্পা বলেন, আন্দোলনের পর ড্রেনের কাজ শুরু হয়েছে। আমরা ঈদের দিনের মতো খুশি। সামান্য বৃষ্টির পানিতেই আমাদের ঘর-বাড়িতে পানি ঢুকে যায়। এই ড্রেনটি হলে আমাদের বাড়িতে আর পানি ঢুকবে না।

কথা রাখলেন প্যানেল মেয়র, সেই ড্রেনের খনন কাজ শুরু

আরেক ভুক্তভোগী শমশের আলী বলেন, আমরা অনেক কষ্টের মধ্যে ছিলাম। সামান্য বৃষ্টিতেই বাড়ি-ঘরে পানি উঠে যেত। ড্রেনটি নতুন করে খনন করা হচ্ছে। এজন্য আমরা এলাকাবাসী খুব খুশি। প্যানেল মেয়র কথা দিয়ে কথা রেখেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে করে দিনাজপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে করে ৪-৫০০ বাড়ি পানিবন্দি হয়ে পড়ে। ড্রেনের ময়লা আবর্জনাসহ দূষিত পানি বাড়ি-ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। সে কারণে সারারাত ওই এলাকার মানুষ ঘুমাতে পারেনি।

কথা রাখলেন প্যানেল মেয়র, সেই ড্রেনের খনন কাজ শুরু

শুক্রবার সকালে তারা পাশে দিনাজপুর বিরল-দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের প্রবেশ মুখ পুনর্ভবা নদীর কাঞ্চন ব্রিজের ওপর গিয়ে অবস্থান নেন। এতে করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সকাল ৯টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থা চলতে থাকলে প্রথমে পুলিশ, পরে পৌরসভা এবং জেলা প্রশাসন গিয়ে অবস্থানকারীদের একের পর আশ্বাস প্রদান করতে থাকে।

এক পর্যায়ে ওই এলাকাবাসীর একমাত্র দাবি ড্রেনেজ ব্যবস্থা ২৪ ঘণ্টার মধ্যে চালু করার আশ্বাস দিলে এলাকাবাসী তাদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি তুলে নেন। পরে দুপুর একটায় পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মানববন্ধন পালনকারীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম