ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে দেড় হাজার ইয়াবাসহ নারী আটক

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০২:২৬ এএম, ১৭ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেকপোস্টে তল্লাশির সময় দেড় হাজার ইয়াবাসহ শাহনাজ (৫৩) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাতে উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে চালিয়ে তাকে আটক করা হয়। শাহনাজ সোনারগাঁয়ের হাবিবপুর মধ্যমপাড়ার মনির হোসেনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব। তিনি বলেন, আমরা এ পথে মাদকের চোরাচালান রোধে এ চেকপোস্টটি স্থাপন করেছি। এখানে তল্লাশির সময় দেড়হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

মোবাশ্বির শ্রাবণ/এমআইএইচএস