ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কার্যালয় দখল নিয়ে রাজবাড়ী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৮ জুলাই ২০২৩

কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে জেলা কার্যালয় দখল নিয়ে রাজবাড়ী বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

jagonews24

দলীয় সূত্র জানায়, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নাসিরুল হক সাবু অনুসারীরা পদযাত্রা উপলক্ষে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন। এসময় সালমা হোটেলের সামনে বাধা দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আসলাম মিয়ার অনুসারীরা। এসময় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

jagonews24

অনুসারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। লাঠি ও ইটপাটকেলের আঘাতে জেলা বিএনপির নেতা আফসার আলী সরদার, আবুল হোসেন গাজী, সাবেক ছাত্রদল নেতা তুহিনুর রহমানসহ ১০ জন নেতাকর্মী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় দলীয় কার্যালয়ে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। পরে হারুন ও আসলাম অনুসারীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

jagonews24

জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রথম থেকেই তিনিসহ হারুন-আসলামকে বাম চোখে দেখা শুরু করেন। তাদের সমঝোতার আহ্বানে সাড়া না দিয়ে চর দখল করার মতো পার্টি অফিস দখল করার চেষ্টা করেছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পার্টি অফিসে যাওয়ার সবার অধিকার রয়েছে। মূলত পার্টি অফিসেই তাদের ওপর হামলা করা হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, তাদের (বিএনপি) অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস