ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:৩৮ পিএম, ১৬ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জের শহর ও ফতুল্লায় পৃথকভাবে ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতকসহ তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে শহরের খানপুর জোড়া পানির ট্যাঙ্কি থেকে নবজাতক ও ফতুল্লায় এক তরুণী ও বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। লাশগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতরা হলেন, ফতুল্লার বাড়ৈভোগ এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া কাপড় ব্যবসায়ী মনির হোসেনের মেয়ে মনিষা (১৭) ও মুসলিমনগর এতিমখানা এলাকার রহমত উল্লাহর বাড়ির ভাড়াটিয়া বৃদ্ধ জামাল হোসেন (৬৫)।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মিজান (২) জাগো নিউজকে জানান, ফতুল্লার বাড়ৈভোগ এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া কাপড় ব্যবসায়ী মনির হোসেনের মেয়ে মনিষা (১৭) ও মুসলিমনগর এতিমখানা এলাকার রহমত উল্লাহর বাড়ির ভাড়াটিয়া বৃদ্ধ জামাল হোসেন (৬৫) ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, শহরের খানপুর জোড়া পানির ট্যাঙ্কি সংলগ্ন ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি