গৃহবধূকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন
নাটোরের লালপুর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অপরাধে আতাউর রহমান নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আতাউর পলাতক ছিলেন। তিনি লালপুর উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের উমর দালালের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিবেশী গৃহবধূ প্রকৃতির ডাকে সারা দিতে গেলে ধর্ষণ করেন আতাউর। এ ঘটনায় ৪ অক্টোবর গৃহবধূ বাদী হয়ে আতাউর রহমানের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।
পুলিশ আতাউর রহমানকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আতাউর ধর্ষণের কথা স্বীকার করলে পুলিশ তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়।
নাটোর জজ কোর্টের বিশেষ সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আনিছুর রহমান জাগো নিউজকে বলেন, দীর্ঘ ১৫ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
রেজাউল করিম রেজা/এসজে/এএসএম