ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কারাগারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২০ জুলাই ২০২৩

বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছকে কারাগারে সূচালো অস্ত্রের আঘাতে হত্যাচেষ্টার ঘটনায় এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তের নাম ইলিয়াছ মিয়া ওরফে ছোটন। তিনি জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সালেহ আহাম্মদ কনার ছেলে।

আরও পড়ুন: জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর আগাম জামিন

আদালতের পেশকার রামেন্দ্র দাশ জানান, রায় ঘোষণার সময় ইলিয়াছ আদালতে উপস্থিত ছিলেন না। তবে অপর একটি মামলায় তিনি কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় ২০১৫ সালে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান হবিগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ। কারাগারে তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দি ছিলেন। একই বছরের ১৮ জুলাই সকাল ৯টায় কারাগারের অভ্যন্তরে ঈদুল ফিতরের নামাজ শেষে ফেরার সময় রাস্তায় তাকে ছুরিকাঘাত করেন ইলিয়াছ। এ ঘটনায় তৎকালীন জেলার মো. শামীম ইকবাল একটি মামলা করেন। মামলায় ইলিয়াছ মিয়াকে একমাত্র আসামি করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১৬ নভেম্বর আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই সাহিদ মিয়া। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম