জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৫ জানুয়ারি ২০২২
হাইকোর্টে জামিনপ্রাপ্ত ৪০ বিএনপি নেতাকর্মী

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দায়ের হওয়া মামলায় হবিগঞ্জের সাবেক পৌর মেয়র জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তবে ছয় সপ্তাহের মধ্যে তাদের হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (৫ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের এ জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল।

এ বিষয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল জাগো নিউজকে বলেন, গত ২২ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরের দিন ২৩ ডিসেম্বর ৬৭ জনের নাম উল্লেখ করে দুই হাজার অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এ মামলায় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জি কে গউছসহ বিএনপির ৪০ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন। আগামী ছয় সপ্তাহের মধ্যে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টে তাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার শিপা এমপিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। দুপুরে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে এসে সভায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে দুপুর ২টার কিছু পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে রওয়ানা হন। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানা মোড়, পৌরসভা সড়কসহ বিভিন্ন সড়কে।

এ ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করা হয়।

এফএইচ/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।