ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রান্সফরমার চুরির সময় ২ যুবককে পিটুনি দিলো জনতা

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ জুলাই ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রান্সফরমার চুরির সময় দুই যুবককে আটকের পর পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে বিদ্যুতের ট্রান্সফরমারের চারটি খালি বাক্স পাওয়া যায়।

শুক্রবার (২১ জুলাই) সকালে উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা খাটিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- সিরাজগঞ্জের শাহাজদপুর উপজেলার বেড়ামূলা গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম (৩৫) ও একই জেলার বেলকুচি উপজেলার চালাউবিশপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মিলন (২০)।

জান যায়, এক বছরে মির্জাপুর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ছোট বড় ৫২টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে খাটিয়ারহাট এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে চারটি ট্রান্সফরমার চুরি করে পালাচ্ছিল চোরের দল। টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে দুজনকে আটকের পর পিটুনি দেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান জাগো নিউজকে বলেন, জনতা ট্রান্সফরমার চুরির অপরাধে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি খালি বাক্স পাওয়া যায়। এর সঙ্গে অপর জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চালানো হবে।

এস এম এরশাদ/এসজে/এএসএম