বাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে হাসপাতালে
ফেনীতে বাসচাপায় হালিমা বেগম (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার মেয়ে হানিফাকে (৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাথানিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হালিমা বেগম ফেনী শহরতলীর পূর্ব বিজয়সিংহ এলাকার আমির হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: বাসচাপায় ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু
ঘটনায় আনন্দ এন্টারপ্রাইজ নামের একটি বাস জব্দ করে চালক আবদুস শহীদকে আটক করা হয়। আবদুস শহীদ নোয়াখালী সদর উপজেলার পূর্ব এয়াজবাড়িয়া গ্রামের হানিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই নারী মেয়েকে নিয়ে ফুটপাত দিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বাথানিয়া এলাকায় পৌঁছালে তাদের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে হালিমা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়েছে। আহত মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস