ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরিত্যক্ত ঘর থেকে অজগর উদ্ধার, লেম্বুরবনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি | কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৫ জুলাই ২০২৩

১২ ফুট দৈর্ঘ্যরে একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার স্বেচ্ছাসেবকরা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবন এলাকায় বনবিভাগের সহায়তায় সাপটিকে অবমুক্ত করে তারা।

এরআগে সোমবার (২৪ জুলাই) রাত ১১টার উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরিত্যক্ত ঘর থেকে অজগর উদ্ধার, লেম্বুরবনে অবমুক্ত

অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ, বন বিভাগের কর্মকর্তারা। সংগঠনের টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুল ইসলাম শাওন, মাসুদ হাসান এবং মাসুদ পারভেজ সাগর প্রমুখ।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, স্থানীয়দের কাছে জানতে পেরে পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করি। পরে রাতে প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে অবমুক্ত করি। এর আগেও আমরা বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। স্বেচ্ছাসেবক হিসেবে আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণের চেষ্টা করছি।

পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, অ্যানিমেল লাভারস দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে। আমরা সার্বক্ষণিক তাদের সহযোগীতা করছি। আমাদের সবার উচিত বন্যপ্রাণীকে ভালোবাসা।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/জেআইএম