ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৫ জুলাই ২০২৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহ আলম (৪৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে হাউসের হাট গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম একই এলাকার মৃত ফকর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিকশা চালিয়ে শাহ আলম তার সংসার চালাতেন। প্রতিদিনের মতো আজ দুপুরে নিজের অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনার ব্যপারে কেউ আমাকে কিছু জানাননি। তবে খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস