সিঁধ কাটা ঘরে মিললো হাত-পা বাধা বৃদ্ধার মরদেহ
ফাইল ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সিঁধ কাটা ঘর থেকে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) সকালে বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনোয়ারা বেগম উত্তর সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. ওহিদুর রহমান জাগো নিউজকে বলেন, বৃদ্ধা ওই নারী গ্রামে ঝাড়ফুঁকসহ কবিরাজি করতো। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে। সকালে আশপাশের লোকজন বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: রামপুরায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, মনোয়ারা বেগমের এক ছেলে চট্টগ্রাম এবং এক মেয়ে ঢাকায় বসবাস করায় তিনি বাড়িতে একা থাকতেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম