ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেড়েছে দুর্ঘটনা

২ কিলোমিটার সড়কে ১২ স্পিড ব্রেকার

উপজেলা প্রতিনিধি | মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৬ জুলাই ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের ভেতর দিয়ে যাওয়া একটি আঞ্চলিক সড়কের পৌনে দুই কিলোমিটারের মধ্যে ১২টি গতিরোধক (স্পিড ব্রেকার) দেওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এসব গতিরোধক দেওয়া হলেও তা এখন প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হিসেবে দেখা দিয়েছে। ওই সড়ক দিয়ে চলাচলকারী অনেকে অপ্রয়োজনীয় গতিরোধক তুলে দেওয়ার দাবি করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা বাসস্ট্যান্ড থেকে গ্রামের ভেতর দিয়ে যাওয়া ছাওয়ালি বাজার আঞ্চলিক সড়কটি জনগুরুত্বপূর্ণ। ছাওয়ালি বাজার থেকে সড়কটি মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের সামনে দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় মিলিত হয়েছে। এছাড়া ছাওয়ালি বাজার থেকে সড়কটি উপজেলার ফতেপুরের দিকে এবং বাসাইল উপজেলা সদরের দিকে গেছে। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কটির কদিমধল্যা থেকে বানিয়ারা বাজার পর্যন্ত পৌনে দুই কিলোমিটার এলাকা। এ পৌনে দুই কিলোমিটার সড়কে উঁচু ও চওড়া করে ১২টি গতিরোধক দেওয়া হয়েছে।

jagonews24

আরও পড়ুন: ইজিবাইককে সাইড দিতে গিয়ে প্রাণ গেলো বাসের ১৭ যাত্রীর

স্থানীয়রা জানান, সড়ক দুর্ঘটনা রোধে দেওয়া এসব গতিরোধকের কারণে প্রতিদিনই কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে। গতিরোধকগুলো সহজে চোখে পড়ার জন্য বিভিন্ন রং দিয়ে চিহ্নিত থাকার কথা থাকলেও তা নেই। ফলে যানবাহন চালকরা অনেক সময় গতিরোধকগুলো খেয়াল করতে পারেন না। যে কারণে দুর্ঘটনা ঘটছে। হেঁটে যাওয়ার সময়ও মাঝে মধ্যে চোখে পড়ে না এসব গতিরোধক। ফলে হোঁচট লেগে আঘাত পান পথচারী।

আদাবড়ি গ্রামের ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, ‘অপ্রয়োজনীয় গতিরোধকগুলো ভালোর চেয়ে খারাপই হচ্ছে। আমি নিজেই মাকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা সদরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছি। আমার মতো আরও অনেকে এ সড়ক দিয়ে চলার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন।’

বানিয়ারা গ্রামের কবির মিয়া বলেন, ‘বিশেষ করে রাস্তার পাশে স্কুল, মাদরাসা ও মসজিদ থাকলে গতিরোধক দেওয়া হয়। কিন্তু এ পৌনে দুই কিলোমিটার এলাকার মধ্যে একটি মসজিদ ও একটি বাজার রয়েছে। তাই এ রাস্তায় এতো গতিরোধক অপ্রয়োজনীয়।’

jagonews24

আরও পড়ুন: ঘাতক বাসের ‘মিটার নষ্ট’ ছিল, চালকের ছিল হালকা যানের লাইসেন্স

মহেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, ওই সড়কের গতিরোধকগুলো অপরিকল্পিতভাবে করা হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গতিরোধকের সংখ্যা কমালে সড়ক দিয়ে চলাচলকারী মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ওই সড়ক দিয়ে বেপরোয়াভাবে মাটি বহনকারী গাড়ি চলাচল করতো। এসব গাড়ির কারণে কিছু দুর্ঘটনাও ঘটেছে। গতিরোধকগুলো দেওয়ার পর দুর্ঘটনার পরিমাণ অনেক কমে গেছে।

এস এম এরশাদ/এসআর/জিকেএস