ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোর শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার-জিপিএ ৫

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৮ জুলাই ২০২৩

যশোর শিক্ষা বোর্ডে পাশের হার -জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস, কম সময়ে কম নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের পূর্বে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, এ বছর যশোর বোর্ডে এক লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয় এক লাখ ৩৪ হাজার ২১৩ জন। পাসের হার ৮৬ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ জন। এদের মধ্যে ছাত্রী ১১ হাজার ৩৭০ ও ছাত্র ৯ হাজার ২৪৭ জন।

আরও পড়ুন: এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ 

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর এক লাখ ৬৯ হাজার ৫০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয় এক এক লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।

২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষায় যশোর বোর্ডে এক লাখ ৭৮ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে উত্তীর্ণ হয় এক লাখ ৬৬ হাজার ৪৩৯ জন। পাসের হার ছিল ৯৩ দশমিক ০৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৪৬১ জন।

২০২০ সালে করোনাপূর্ববর্তী সময়ে যশোর বোর্ডে এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয় এক লাখ ৪০ হাজার ২৪৩ জন। পাসের হার ছিল ৮৭ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল ১৩ হাজার ৭৬৪ জন।

প্রতি বছরের মতো এবারও যশোর বোর্ডে অন্য বিভাগের তুলনায় তাক লাগানো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এবছর বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৪০০ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৯৩৭ জন। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। সর্বোচ্চ এ ফল অজর্নকারীদের মধ্যে ৯ হাজার ৩০১ জন ছাত্রী ও ৮ হাজার ৬৩৬ জন ছাত্র।

বোর্ডে পাসের হারে বিজ্ঞানের পরেই রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এ বিভাগ থেকে ১৭ হাজার ৭৪৫ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৬ হাজার ৬১৫ জন। পাসের হার ৯৩ দশমিক ৬৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৭৪ জন। এদের মধ্যে ছাত্রী ৬৬৫ ও ছাত্র ৩০৯ জন।

মানবিক বিভাগ থেকে ৯৮ হাজার ৭৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৭৯ হাজার ১৯৮ জন। পাসের হার ৮০ দশমিক ১৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে একে হাজার ৭০৬ জন। এদের মধ্যে ছাত্রীেএক হাজার ৪০৪ জন, ছাত্র ৩০২ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানিয়েছেন, ২০২১ ও ২০২২ সালে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান করা হয়। নির্ধারিত বিষয়ে কম সময়ে কম নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। এ কারণে ওই দু’বছর ফলাফল স্বাভাবিক সময়ের চেয়ে ভাল হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নাম্বারে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের পূর্বে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।


মিলন রহমান/আরএইচ/জিকেএস