ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মণিরামপুরে আহত আ.লীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৮ মার্চ ২০১৬

যশোরের মনিরামপুরে নির্বাচনী সহিংসতায় মুনসুর আলী নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনি আহত হন।

নিহত মুনসুর আলী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের উকিল উদ্দিনের ছেলে ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল ইসলামের সমর্থক।
 
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে নেঙ্গুরাহাট বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদের সমর্থকরা দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে গোলযোগে জড়িয়ে পড়েন। এসময় নৌকা প্রতীকের প্রার্থী আবুল হোসেন, তার সমর্থক মুনসুর আলীসহ কয়েকজন আহত হন। ওই রাতে মুনসুর আলীকে প্রথমে ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মিলন রহমান/এফএ/পিআর