ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাষ্ট্রপতির সঙ্গে কক্সবাজারের বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৫:০২ পিএম, ৩১ জুলাই ২০২৩

কক্সবাজার সফররত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কক্সবাজার জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩১ জুলাই) সকালে কক্সবাজার সমুদ্র পাড়ের জলতরঙ্গ রিসোর্টে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যদের মধ্যে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোসলেহ উদ্দিন, ২ এর বিচারক নুরে আলম ও ৩ এর বিচারক আবু হান্নান, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ সাইফুল ইলাহী, দায়রা জজ-৩ মোহাম্মদ আবদুল কাদের ও দায়রা জজ-৪ মোশারফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেশমা খাতুন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কক্সবাজার বিচার বিভাগের বিচারকরা রাষ্ট্রপতিকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান। এসময় কক্সবাজার বিচার বিভাগের মামলা নিষ্পত্তির হারসহ সার্বিক বিষয়াদি জেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি কক্সবাজারে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের বিষয়ে খোঁজখবর নেন। এসময় কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সিজেএম ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করাসহ প্রাথমিক অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার (৩০ জুলাই) দুদিনের সফরে সপরিবারে কক্সবাজার আসেন। আজ সকালে সপরিবারে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে সুদীর্ঘ সৈকতের সৌন্দর্য উপভোগ করতে যান রাষ্ট্রপতি।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম