ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল কম্পাউন্ডে মিললো সরকারি ইনজেকশন
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের কমপাউন্ড থেকে সরকারি ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (৩১ জুলাই) মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।
এর আগে রোববার দিনগত রাতে হাসপাতালের কম্পাউন্ড থেকে ১০৮ পিচ সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সরকারি হাসপাতালের ইনজেকশন-সিরিঞ্জ-ওষুধ বিক্রি করে দিতেন বাইরে

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি হাসপাতালে উত্তর পাশের গেটের সামনে থেকে ১০৮ পিস সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার পুলিশ সাধারণ ডায়েরি করেছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ইনজেকশন উদ্ধারের বিষয়টি পুলিশ আমাকে জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস