ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে খালাসের অপেক্ষায় হাজার টন জিরা

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ৩১ জুলাই ২০২৩

হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে এক হাজার মেট্রিক টন জিরা। চলতি মাসে ভারতীয় ৯৬ ট্রাকে দুই হাজার ৩০০ মেট্রিক টন জিরা আমদানি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অল্প সময়ে আমদানি ও সহজে বাজারজাত করার সুবিধা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি করে আসছে ব্যবসায়ীরা। প্রথমদিকে প্রতি টনে ১৮৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করে খালাস করলেও এখন তা করতে হবে দ্বিগুণে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০০ মার্কিন ডলারে। এতে করে ২৫ টন জিরা আমদানিতে ৩০ লাখের বিপরীতে গুনতে ৬০ লাখ টাকা।

bandar-(3).jpg

আমদানিকারক শাহিনুর রেজা শাহিন বলেন, পুরোনো এলসির আমদানি করা জিরা পূর্বের শুল্কায়ন মূল্যে ছাড়করণের জোর দাবি জানাচ্ছি। তা না হলে ব্যবসায়ীরা লোকসানে পড়বে। এছাড়াও বেশি শুল্কায়ন করলে বাজারে দামে প্রভাব পড়বে।

আরও পড়ুন: ৭১ প্রতিষ্ঠানকে ৪ লাখ টন চাল আমদানির অনুমতি

জানতে চাইলে হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, যেহেতু আমদানি করা জিরাগুলো আগের দামে এলসি রয়েছে সেখানে নতুন নিয়মে খালাস করলে ব্যবসায়ীরা বড় লোকসানে পড়বে।

bandar-(3).jpg

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, বন্দর দিয়ে জিরা আমদানি স্বাভাবিক রয়েছে। খালাস না করা জিরাগুলো বন্দরে রাখা হয়েছে। আসলে খালাস না করার বিষয়টি আমাদের কিছু নেই।

হিলি কাস্টম কর্মকর্তা বায়োজিদ জানান, চলমান বাজার দর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ১৮৫০ মার্কিন ডলারে শুল্কায়নের পরিবর্তে ৩৫০০ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এতে আমাদের কিছু করার নেই। ব্যবসায়ীরা নতুন নিয়মেই জিরা খালাস করতে হবে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস