নওগাঁয় সাড়ে ৬ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
নওগাঁয় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কােম্পানি লিমিটেড (নেসকা) উপকেন্দ্রের প্যানেল বাের্ড মেরামত শেষে সাড়ে ছয় ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ হয়।
এর আগে উপকেন্দ্রে একটি প্যানেল বাের্ড শর্টসার্কিটে নষ্ট হওয়ায় দুপুর ১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতিরিক্ত লোডশেডিংয়ে শহরের কাঁঠালতলীতে নেসকা ৩৩/১১ কেভি উপকেন্দ্রে একটি প্যানেল বাের্ড শর্টসার্কিটে পুড়ে যায়। এরপর থেকে পুরো নওগাঁ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এতে তীব্র গরমে ভোগান্তিতে পড়েন জেলাবাসী। শহরের হাসপাতাল ও ক্লিনিক, ব্যাংক, বিমা ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিকল্প হিসেবে নিজস্ব জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

নেসকো নওগাঁ বিক্রয় ও বিতরণ (দক্ষিণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী তানজিমুল হক বলেন, উপকেন্দ্রের কন্ট্রোল সিস্টেমের একটি প্যানেল বাের্ড শর্টসার্কিটে পুড়ে গিয়েছিল। সংস্কার হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এর আগে ২৫ জুলাই একই সমস্যায় প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল নওগাঁয়।
আব্বাস আলী/এসআর/এএসএম