ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৪৪ গ্রাম হেরোইন রাখায় নারীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০২ আগস্ট ২০২৩

রাজবাড়ীতে মাদক মামলায় স্বপ্না আক্তার (৪৫) নামের এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভীন এ রায় প্রদান করেন।

স্বপ্না আক্তার রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার সেলিম চৌকিদারের স্ত্রী। তার নামে আদালতে আরও বেশ কয়েকটি মাদক মামলা বিচারাধীন।

আরও পড়ুন: হেরোইন রাখায় নারীর যাবজ্জীবন

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১০ জুলাই রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে ৪৪ গ্রাম হেরোইনসহ স্বপ্না আক্তারকে গ্রেফতার করে পুলিশ। পরে তার নামে মাদক মামলা দায়ের করে আদালত চালান করা হয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে এ মামলার রায় দেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. উজীর আলী বলেন, স্বপ্না আক্তার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা আদালতে বিচারাধীন। হেরোইন নিয়ে গ্রেফতার হওয়া একটি মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম