১৪৮ গ্রাম হেরোইন রাখায় নারীর যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৮ জুলাই ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গা থানার মাদক মামলায় নিলা ওরফে কনা (২৯) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কনা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান র‍্যাব-১২ এর সদস্যরা। রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালানোর সময় যাত্রী নিলার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন জব্দ করে।

নিলাকে আটকের পর সলঙ্গা থানায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে মামলা করেন। মামলা চলাকালে আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ আদেশ দেন।

এম এ মালেক/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।