ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আজও বন্ধ ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০২ আগস্ট ২০২৩

ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ঘাটের দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ রয়েছে ফেরি চলাচল। দ্বিতীয় দিনের মতো বুধবারও (২ আগস্ট) এ রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

এর আগে মঙ্গলবার বিকেল থেকে বিআইডব্লিটিসির পক্ষ থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিটিসির ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, সাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বৈরী আবহাওয়ায় মঙ্গলবার ইলিশা ঘাটের দুটি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়। ফলে গতকাল আমরা ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছি। আশা করছি আগামীকাল সকাল থেকে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস