সন্তানসহ পুকুরে ঝাঁপ, মায়ের মরদেহ পেলেও নিখোঁজ নবজাতক
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ পুকুরে ঝাঁপ দিয়েছেন রুমানা রুমি (৩০) নামে এক গৃহবধূ। এদের মধ্যে সাত বছরের ছেলেকে জীবিত এবং মাকে মৃত অবস্থায় পাওয়া গেলেও ৪০ দিনের নবজাতক এখনো নিখোঁজ।
বুধবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন বৈইঙ্গা পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূ রুমানা রুমি টেকনাফ উপজেলার সাবরাং বৈইঙ্গাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম জাগো নিউজকে জানান, পারিবারিক কলহের জেরে রুমানা রুমি ও তার স্বামী আব্দুর রাজ্জাকের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলে আসছিল। এর জেরে সকাল ১০টার দিকে পার্শ্ববর্তী একটি পুকুরে দুই সন্তানসহ ঝাঁপ দেন রুমি।
ইউপি সদস্য আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন পুকুরে খোঁজাখুঁজির পর ইয়াসিনকে জীবিত ও রুমিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তবে সন্ধ্যা পর্যন্ত নবজাতকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জাগো নিউজকে বলেন, সকালে একটি পুকুর থেকে রুমানা রুমি নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলে ইয়াসিনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো গেলেও ৪০ দিন বয়সের নবজাতক নিখোঁজ আছে। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।
সায়ীদ আলমগীর/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে