ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘দেশে নির্বাচন নয়, যেন গজব আসছে’

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৫ আগস্ট ২০২৩

‘একটি জাতীয় নির্বাচন ওই দেশের জন্য জাতীয় উৎসব। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন এলে ছড়িয়ে পড়ে আতঙ্ক, হানাহানি, মারামারি, মামলা ও হামলা। তাই নির্বাচন নিয়ে জনগণের ভেতর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভয়ে অনেকে দেশ ছেড়ে পালাচ্ছে। আবার প্রবাসীরা দেশে আসতে ভয় পাচ্ছে। দেখে মনে হচ্ছে এদেশে কোনো নির্বাচন নয়, যেন গজব আসছে।’

ফেনীতে সুজনের আয়োজনে শনিবার (৫ আগস্ট) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

তারা আরও বলেন, দেশকে সংঘাত থেকে রক্ষা করতে সংলাপের বিকল্প নেই, সমঝোতার মাধ্যমে সব সংকট উত্তরণ সম্ভব। সরকার ও বিরোধীদলকে এক টেবিলে বসে সংলাপের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

jagonews24

সুজন ফেনী জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিক রহমান ভূঞার সভাপতিত্বে ও সুজন ফেনী শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে আরও বক্তব্য দেন- সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নেপাল চন্দ্র নাথ, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ব্যবসায়ী নেতা ইকবাল আলম, সাংবাদিক রবিউল হক রবি, জসিম মাহমুদ, আরিফুর রহমান, নাজমুল হক শামীম, শাহজালাল ভূঁইয়া, শফি উল্লাহ রিপন, জাহাঙ্গীর করির লিটন, এম এ তাহের পন্ডিত, শাখাওয়াত হোসেন, সুজন ফেনী পৌর কমিটির সভাপতি ইমন উল হক, অ্যাডভোকেট মিজানুর রহমান সেলিম।

ফেনী বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সুজন ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক কবির আহাম্মদ নাসির, স্বদেশ কণ্ঠের সম্পাদক নুর তানজিলা রহমান, ফেনী পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস