ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রকে পেটানোয় অভিভাবকের হাতে মার খেলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৬ আগস্ট ২০২৩

বগুড়ার ধুনটে এক মাদরাসার ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রের অভিভাবকরা আরিফুল ইসলাম (২৫) নামে ওই শিক্ষককে মারধর করেছেন।

রোববার (৬ আগস্ট) সকালে উপজেলার ঝিনাই হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় এক মাস আগে ঝিনাই হাফেজিয়া মাদরাসা ও এতিম খানায় ভর্তি হয় ওই ছাত্র। সে অন্য ছাত্রের সঙ্গে মাদরাসার আবাসিকে থাকে।

রোববার সকাল ৮টার দিকে শিক্ষার্থীদের বিরতি (টিফিন) চলছিল। এ সময় ওই মাদরাসার আবাসিকে শিক্ষক আরিফুল ইসলাম ঘুমিয়ে পড়েন। কিন্তু ছাত্ররা খেলাধুলার সময় জোরে শব্দ হলে ওই শিক্ষকের ঘুম ভেঙে যায়। তিনি ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পেটাতে থাকেন। এ সময় অন্য ছাত্ররা ভয়ে অন্য জায়গায় চলে যায়। আহত ছাত্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর সকাল ১০টার দিকে ওই ছাত্রের অভিভাবকরা শিক্ষক আরিফুলের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা মাদরাসায় গিয়ে শিক্ষক আরিফুলকে মারধর করেন। স্থানীয়রা অভিভাবকদের হাত থেকে ওই শিক্ষককে রক্ষা করেন।

শিক্ষক আরিফুল ইসলাম বলেন, পাড়াশোনায় মনোযোগী না হওয়ায় ওই ছাত্রকে শাসন করা হয়েছে। এ ঘটনায় তার অভিভাবকরা আমাকে মারধর করেছে।

তবে ছাত্রের দাদা বলেন, আমার নাতিকে পেটানোর কারণ জানতে চাইলে ওই শিক্ষক উল্টাপাল্টা কথা বলতে থাকেন। তখন আমার সঙ্গে থাকা লোকজন উত্তেজিত হয়ে তাকে চড়-থাপ্পড় মেরেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/জিকেএস