ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

প্রকাশিত: ০৯:১৮ এএম, ১৯ মার্চ ২০১৬

নীলফামারীর সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে শনিবার সকালে পত্রিকাবাহী একটি পিকআপ সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় পিকআপের চালক বিশাল (৪০) নিহত এবং পিকআপের হেলপার ফরিদুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়েছেন।

নিহত পিকআপ চালক বিশাল বগুড়া সদরের কইতকুল গ্রামের বাসিন্দা সবুজের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে প্রথম আলো পত্রিকাবাহী পিকআপটি (ঢাকা মেট্রো-১১-৭৪৫২) সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে পৌঁছালে সড়ক ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। পরে সৈয়দপুর দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ থেকে চালককে বের করে আনেন। এসময় তারা গুরুতর আহত বিশালকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুরে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে পিকআপের হেলপার ফরিদুল ইসলামকে (৩৬) আহতাবস্থায় প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরবর্তিতে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর থানার টহলরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলামের নেতৃত্বে দমকল বাহিনী ও এলাকাবাসী এই উদ্ধার কাজে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ডিভাইডার নির্মাণ করা হলেও সতর্ক চিহ্ন ও রং না করায় এই ঘটনা ঘটেছে। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি