ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৮ আগস্ট ২০২৩

জয়পুরহাটে তেলবাহী ট্যাংকার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রেলস্টেশন এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধা রেললাইন পার হচ্ছিলেন। সে সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেলবাহী একটি ট্যাংকার ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: পানির নিচে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন, ঝুঁকি নিয়ে চলাচল

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অজ্ঞাত ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জেএস/জিকেএস