ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় দু’দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ গোটা শহর

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৮ আগস্ট ২০২৩

দুই দিনের বৃষ্টিতে বগুড়া শহরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কর্মক্ষেত্রে ও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে হওয়া এই বৃষ্টিপাত গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বগুড়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মৌসুমী বায়ুর প্রভাবে এবং নিম্নচাপ থাকায় টানা বৃষ্টি হচ্ছে। আগামী দুইদিন বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়াও সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভবনা রয়েছে।

টানা বৃষ্টিতে বগুড়া শহরের শেরপুর সড়কের প্রবেশমুখ, পার্ক রোড, টেম্পল রোড, থানা মোড় খেকে দত্তবাড়ি মোড়, আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শেরপুর সড়কের সংযোগ রাস্তা, ১ নম্বর রেলঘুমটি থেকে চকযাদু সড়ক, মালগুদাম লেন, বৌ-বাজার, সেউজগাড়ি, জামিলনগর, জহুরুলনগর, কলোনী, মফিজপাগলার মোড়, কৈগাড়িসহ শহরের অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় ১ থেকে ৩ ফুট পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বগুড়া শহরের বৌ বাজার এলাকার বাসিন্দা সালাম উদ্দিন বলেন, সোমবার ভোর থেকে অবিরাম বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি কিছু সময়ের জন্য থামার পর পানি ধীরে ধীরে নেমে গেলেও ভারী বৃষ্টিতে আবারও রাস্তাঘাট ডুবে যাচ্ছে। পৌরসভার নালা পরিষ্কার না থাকায় সহজে পানি সরছে না।

মফিজ পাগলার মোড় এলাকার মুদি ব্যবসায়ী সাজু মিঞা জানান, গতকাল সন্ধ্যার পরই বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিয়েছি। মানুষ বাড়ি থেকে বের হতে পারছে না। এছাড়াও দোকানের সামনের সড়ক পানিতে টুইটম্বুর। ব্যবসা একরকম লাটে উঠেছে।

বগুড়ার শহরের জলাবদ্ধতা নিরসনে চলতি অর্থবছরে পৌরসভা ১৫০ কোটি টাকার কাজ করেছে।

বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা জলাবদ্ধতার দায় স্বীকার করে বলেন, মাস্টারপ্ল্যান না থাকায় শহরের জলাবদ্ধতা কমানো যাচ্ছে না। তবে আমাদের কার্যক্রম চলমান আছে। বড় বড় ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে। নতুন করে শহরজুড়ে ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এফএ/এএসএম