ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোসলে গিয়ে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ, কলেজছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৮ আগস্ট ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে শিহাব সরকার নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার পানিতলায় গাংনই নদীতে এ ঘটনা ঘটে। শিহাব উপজেলার রাজাহার ইউনিয়নের সিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে। সে শহরগছি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সিহাব দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের গাংনই নদীতে গোসল করতে যায়। সেখানে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ও রংপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছাত্রের সন্ধানে উদ্ধার কাজ করে যাচ্ছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর গভীরতা ও স্রোতের কারণে কাজে বিলম্ব হচ্ছে।

শামীম সরকার শাহীন/এমআরআর/এএসএম