পদ্মায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর মিললো প্রকৌশলীর মরদেহ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বেড়িবাঁধের কাজ তদারকির সময় পদ্মায় নিখোঁজ প্রকৌশলী আমান উল্লাহর (২৫) মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (৯ আগস্ট) বিকেলে নিখোঁজের ২৭ ঘণ্টা পর মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন। নিহত আমান উল্লাহ খুলনার রূপসা উপজেলার দোয়াড়া এলাকার রজব আলীর ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরিরামপুরে পদ্মার ভাঙন রোধে তীররক্ষা বাঁধের কাজ চলছে। বাঁধে জিও ব্যাগ ঠিকমতো পড়ছে কি না তা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিলেন প্রকৌশলী আমান উল্লাহ।
তিনি বলেন, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নদীতে জিও ব্যাগ ঠিকভাবে ফেলা হয়েছে কি না দেখার জন্য অক্সিজেন মাস্কসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে আরেক ডুবুরি মীর সাজ্জাদকে নিয়ে পানির নিচে যান। ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান তলিয়ে যান।
পুলিশের এ কর্মকর্তা বলেন, এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রায় ২৭ ঘণ্টা পর বুধবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের সাত কিলোমিটার দূরে মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন।
বি এম খোরশেদ/এমআরআর/এমএস