বাঁধের কাজ দেখতে পদ্মায় ডুব, প্রকৌশলী নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৮ আগস্ট ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুরে বেড়িবাঁধের কাজ তদারকির সময় পদ্মায় ডুবে আমান উল্লাহ (২৫) নামে এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। তিনি খুলনার রুপসা উপজেলার দোয়াড়া গ্রামের রজব আলীর ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপীনাথপুর পর্যন্ত চার কিলোমিটার পদ্মা নদীর তীর রক্ষার কাজ করছে এস কে ইমদাদুল হক অ্যান্ড জামিল ইকবাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কনসালট্যান্সি ফার্মের ডুবুরি টিমের প্রকৌশলী ছিলেন আমান উল্লাহ। তিনি মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নদীতে জিও ব্যাগ ঠিকভাবে ফেলা হয়েছে কি না দেখার জন্য অক্সিজেন মাস্কসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে আরেক ডুবুরি মীর সাজ্জাদকে নিয়ে পানির নিচে যান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামেন। কিন্তু ততক্ষণে আমান তলিয়ে যান। এরপর থেকে অন্য ডুবুরিরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাব রক্ষক প্রদীপ বিশ্বাস বলেন, আমি ছুটিতে আছি। তবে বাঁধের কাজে থাকা লোকজন বিষয়টি আমাকে জানিয়েছে।

তিনি বলেন, কনসালট্যান্ট ড্রাইভিং টিমের রিপোর্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলো আমান উল্লাহ দেখাশোনা করতেন। তিনি আজ দুপুরে রিপোর্ট করার জন্য পানিতে নামেন। পরবর্তীতে পানির নিচ থেকে উঠে না আসায় খোঁজাখুঁজি চলছে।

এদিকে, মঙ্গলবার রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আমান উল্লাহর কোনো সন্ধান মেলেনি।

বি এম খোরশেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।