ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রোবাংলার চেয়ারম্যান

গ্যাস অনুসন্ধান চলছে, খনন করা হবে আরও ৪৬টি কূপ

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ আগস্ট ২০২৩

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেছেন, ২০৪১ সাল নাগাদ গ্রাহকের যে চাহিদা সেটি বিবেচনা করে ত্রিমাত্রিক সিসমিক সার্ভের মধ্য দিয়ে দেশীয় উৎস থেকে গ্যাস অনুসন্ধান করা হচ্ছে। ২০২৩-২৪ সালের মধ্যে আরও ৪৬টি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের এক নম্বর গ্যাসক্ষেত্রে ‘জ্বালানি নিরাপত্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক স্মৃতিফলক উন্মোচনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মৃতিফলক উন্মোচনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

স্মৃতিফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘শিল্পখাতে গ্যাসের যে চাহিদা এবং শতভাগ বিদ্যুতের যে চাহিদা রয়েছে তা কেবল দেশীয় গ্যাসের উৎস থেকে পূরণ করা সম্ভব নয়। শিল্পখাত, বিদ্যুৎ খাত, আবাসিক খাত এবং কৃষিখাতের কথা বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিদেশ থেকে এলএনজি গ্যাস আমদানি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, বিদ্যুতের উন্নয়নে ৬০ শতাংশ গ্যাসের জোগান দিয়েছে পেট্রোবাংলা। আগামী ২০৪১ সালের চাহিদা পূরণ করার লক্ষ্যে আরও দুটি অতিরিক্ত এলএনজি টার্মিনাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, বন্ধ হওয়া তিতাসের কূপসহ অন্যান্য গ্যাসক্ষেত্রের কূপগুলো জরুরি ভিত্তিতে ওয়াকওভার করা হবে। তিতাস গ্যাসক্ষেত্রে আরও কূপ খননের পাশপাশি কূপগুলোর গভীর থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে।

এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সুলতান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেইনসহ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস