ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শৈলকুপায় গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ

প্রকাশিত: ১১:২৬ এএম, ১৯ মার্চ ২০১৬

ঝিনাইদহের শৈলকুপায় শারমিন নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে স্বামী উজ্জল পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গেছে ৪ বছর আগে শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ি গ্রামের আনসার আলীর মেয়ে শারমিনের বিয়ে হয় পাশ্ববর্তী পাথরবাড়িয়া গ্রামের রশিদের ছেলে উজ্জলের সঙ্গে। কিন্তু মোটা অংকের যৌতুকের দাবিতে শারমিনের উপর প্রায়শই চলতে থাকে নির্যাতন। এক সময় মাদকাশক্ত হয়ে পড়ে স্বামী উজ্জল। অভিযোগ উঠেছে স্বামী উজ্জল গত রাতে শারমিনকে শারিরীক নির্যাতনের এক পর্যায়ে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে ।

শারমিনের মা রাহেলা জানান, বিবাহিত জীবনে শারমিনের ছোট দুটি সন্তান রয়েছে। শারমিনের উপর একের পর এক নির্যাতন চালাত স্বামী শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতন করেই তাকে গত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোকুল চন্দ্র বলেন, পুলিশ সকালেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শারমিনের ভাই।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোট তৈরি হচ্ছে, রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

এফএ/আরআইপি