ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে পৌর নির্বাচনের উপকরণ সরবরাহ

প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৯ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী সরবরাহ করা হয়েছে। শনিবার দুপুর ২ টা থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে এ মালামাল তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও কালীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, আগামীকালকের ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আজ দুপুর ২ টা থেকে ১৯ জন প্রিজাইডিং অফিসারের হাতে নির্বাচনী সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এসব উপকরণের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, প্যাডসহ অন্যান্য সামগ্রী। এসব সামগ্রী সংগ্রহ শেষে প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ১৯টি কেন্দ্রের জন্য ১৯ জন প্রিজাইডিং, ১২০ জন সহকারী প্রিজাইডিং ও ২৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৭০৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

উল্লেখ্য, কালীগঞ্জে পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৯ টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে ৪৪ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৩০৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ১৫৪৪৬ জন ও মহিলা ১৫৩২২ জন।

এফএ/এবিএস