ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘চিনিস পুলিশ কী জিনিস’ বলেই ব্যবসায়ীকে মারধর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ১০:৩৮ পিএম, ১০ আগস্ট ২০২৩

সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় আব্দুর রব মোল্লা (৩২) নামে ফাস্টফুডের এক দোকানিকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। আহত ব্যবসায়ী আব্দুর রব মোল্লা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুর রব বলেন, তারা (পুলিশ সদস্য) আমাকে থানায় নিয়ে থাপড়িয়েছে। আর বলছে- ‘চিনিস পুলিশ কী জিনিস।’ একপর্যায়ে লাঠি দিয়ে পেটায় আমাকে।

অভিযুক্তরা হলেন ফরিদপুরের চরভদ্রাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিমন, উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।

আরও পড়ুন: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পুলিশি নির্যাতনের শিকার নসিমন চালক

আহত আব্দুর রব মোল্লা সাংবাদিকদের জানান, বুধবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে এএসআই শিমন, এসআই ইব্রাহিম ও তাদের সঙ্গে থাকা সাব্বির নামে এক ব্যক্তি দোকানে যান। এসময় সেখান থেকে তাকে মারতে মারতে চরভদ্রাসন থানায় নিয়ে যান তারা। এরপর থানার একটি কক্ষে আটকে তিনজন মিলে তার ওপর নির্যাতন চালান। তাকে লাঠি দিয়ে পেটানো হয়। একপর্যায়ে তার কাছে এএসআই শিমন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

jagonews24

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যবসায়ী আব্দুর রব মোল্লা

আহত ব্যবসায়ী আরও জানান, ঘটনার আগের দিন মঙ্গলবার বিকেলে এএসআই শিমন তার দোকানে এসে ২০ শলাকার বড় এক প্যাকেট বেনসন সিগারেট বদলে ১০ শলাকা করে ছোট দুই প্যাকেট সিগারেট দিতে বলেন। কিন্তু দোকানে ছোট প্যাকেট না থাকায় সিগারেট বদলে দেওয়া যায়নি। এসময় পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান এএসআই শিমন। পরের দিন তারা দোকান থেকে আব্দুর রবকে ধরে থানায় নিয়ে যান।

আরও পড়ুন: যশোরে পুলিশি নির্যাতনে ভারসাম্য হারাতে বসেছে স্কুলছাত্র

ঘটনার পর জাগো নিউজের হাতে আসা একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, এএসআই শিমন, এসআই ইব্রাহিম ও সাব্বির নামে তাদের এক সহযোগী চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে আব্দুর রব মোল্লার দোকানে যান। এর কিছুক্ষণ পর তারা আব্দুর রব মোল্লাকে পেটাতে পেটাতে বের করে নিয়ে যান।

jagonews24

দোকান কর্মচারী রাজু বলেন, আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করি। আমি সবসময় দোকানে থাকি। কিন্তু তিনি (এএসআই শিমন) যখনই দোকানে আসেন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

আরও পড়ুন: এএসআইয়ের বিরুদ্ধে নারী পুলিশকে নির্যাতনের অভিযোগ

নির্যাতনের শিকার আব্দুর রব মোল্লার স্ত্রী সাবিনা বেগম বলেন, এ ঘটনার পর আমাদের দোকানের ছেলে ফোন দিয়ে বলে, ভাবি আপনাকে থানায় ডাকে। থানায় গিয়ে দেখি আমার স্বামীকে একটা রুমে আটকে রেখেছে পুলিশ। আমি থানায় যাওয়ার আগেই তাকে অনেক মারধর করা হয়। আমার স্বামীকে এমনভাবে পিটিয়েছে যে, তিনি চেয়ার থেকে উঠতেও পারেননি।

অভিযোগের বিষয়ে জানতে চরভদ্রাসন থানার এএসআই শিমনের মোবাইল একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি। কলটি কেটে দেন তিনি।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ধরনের একটি অভিযোগ জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে এএসআই শিমনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

এন কে বি নয়ন/জেডএইচ/